বরিশালের কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুর দুইটায় হিজলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন খোকন।
তিনি বলেন, গত ২৬ জুলাই প্রকাশিত সংবাদের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য পরিবেশন করা হয়েছে।
তিনি দাবি করেন, সংবাদে উল্লেখিত ব্যক্তিরা কখনোই আমার সাথে রাজনীতি করেনি এবং এ ঘটনার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, “আমি একজন আইন প্রিয় নাগরিক এবং বহুদিন ধরে সমাজে সুপ্রতিষ্ঠিতভাবে দায়িত্ব পালন করে আসছি। অথচ কোনো ধরনের তথ্য যাচাই বা আমার বক্তব্য না নিয়েই সংবাদে আমার একটি কাল্পনিক বক্তব্য জুড়ে দিয়ে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার লঙ্ঘন।”
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সংবাদটি অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আমি সকল গণমাধ্যম ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, দয়াকরে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে মানুষকে হয়রানি ও অসম্মানিত করা থেকে বিরত থাকুন।”
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি অনুরোধ করছি প্রকৃত ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।