হিজলা (বরিশাল):: গাজীপুরের চৌরাস্তায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে হিজলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে কর্মরত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের সাংবাদিক নুর নবী, এশিয়ান টেলিভিশনের দুলাল সরদার, কলমের কণ্ঠ পত্রিকার জহির রায়হান, আজকের পত্রিকা'র সেলিম রাড়ি প্রমুখ।
বক্তারা বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিক তুহিনের মতো একজন সংবাদকর্মীকে এভাবে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের অব্যবস্থাপনা ও বিচারহীনতার সংস্কার এখন সময়ের দাবি।” তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা সাগর-রুনি হত্যাসহ অতীতের বহু সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “ন্যায়বিচার না পেলে দেশের গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে।”
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার না হলে আগামীতে দেশজুড়ে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।