কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু


Dailybulletin প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ /
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সদস্য মুলাদী সরকারি কলেজের ছাত্রনেতা মো. রিয়াজ রাঢ়ী মৃত্যুবরণ করেছে। গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সাইন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হন তিনি।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ, সায়েন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিয়াজ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সহযোদ্ধা মো. রিয়াজ রাঢ়ী, মুলাদী সরকারি কলেজ ছাত্রনেতা, হিজলা উপজেলা, বরিশাল জেলা। গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ, সাইন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিল, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিয়ে ফেইসবুকে পোস্ট করেন।