ফরিদপুর মহানগর যুবদল সভাপতিকে দল থেকে বহিষ্কার


Dailybulletin প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ /
ফরিদপুর মহানগর যুবদল সভাপতিকে দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর মহানগর যুবদল সভাপতি বেনজীর আহমেদকে (তাবরিজ) বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হলো।’

গতকাল রোববার একটি জাতীয় দৈনিক পত্রিকায় বেনজীর আহমেদের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে মার্কেট দখল করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বলা হয়, দিনবদলের পালায় ভাগ–বাঁটোয়ারায় ব্যস্ত সময় পার করছেন বেনজীর আহমেদ। শহরের টেপাখোলা কাঁচাবাজারটি আগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাগ–বাঁটোয়ারা করে খেতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাজার নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত বিএনপির দলীয় কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। তাঁর মধ্যে অন্যতম বেনজীর আহমেদ।

ওই প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে বেনজীর আহমেদ গতকাল দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ফরিদপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে ব্যক্তিবিশেষের এজেন্ডা বাস্তবায়নে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ‘প্রকাশিত ওই সংবাদে আমার যে বক্তব্য ছাপা হয়েছে, তা মনগড়া। ওই সাংবাদিকের সঙ্গে এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।’