পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে-মুফতি ফয়জুল করীম


Dailybulletin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ /
পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে-মুফতি ফয়জুল করীম

অনলাইন ডেস্ক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে। আমি বলেছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। ইসলাম আসলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিচের থেকে উপরের পর্যায়ে মানুষের অধিকার ও নিরাপত্তা থাকবে। গরিব দেশের ডিসি, এসপির পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তারা মনে করে দেশ গরিব নেই। আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি।

error: Content is protected !!