বৈষম্যবিরোধী আন্দোলনে লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে গ্রেপ্তার


Dailybulletin প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৫:২৮ পূর্বাহ্ণ /
বৈষম্যবিরোধী আন্দোলনে লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:: বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬টি লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিন্তু তাকে আসামিদের মতো না করে গাড়িতে ভিআইপি সিটে বসিয়ে ট্রাইব্যুনালে আনতে দেখা যায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।

জানা গেছে, গতকাল বুধবার রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

এর আগে, গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

রবিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

error: Content is protected !!