মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম।
এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, মাসুদুর রহমান সালামের ভাই সাবেক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আঃ রহিম। তিনি এলাকায় কম পরিচিত হলেও ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রভাব বিস্তারের জন্য মরিয়া এমনকি এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবার জন্যও দৌড়ঝাপ করে ব্যর্থ হয়েছে। ৫ ই আগস্ট এর আগে দীর্ঘ ১৭ টি বছর বিএনপি নেতা-কর্মীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন মাসুদুর রহমান সালাম। মামলা, হামলার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেছে। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক বৃদ্ধাকে জুতা দিয়ে পিটিয়েছে। এভাবে অসংখ্য নেতা-কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। যুবদল নেতা আঃ রহিমের বড় ভাই মাসুদুর রহমান ছালাম ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান ছালামের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :