অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে অন্তত ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২ এপ্রিল) ভোরে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কিন্তু কিছু করার ছিল না। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান, ভুষিমালের দোকান, কাঁচামালের গোডাউনসহ মোট এগারোটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :