আজ বাংলা‌দেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সি‌রিজ শুরু


Dailybulletin প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ /
আজ বাংলা‌দেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সি‌রিজ শুরু

অনলাইন ডেস্ক:: শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পরে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ।

আজ (বুধবার) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

এদিকে টেস্ট আর টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলছে বাংলাদেশ। ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছরই ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স ছিল দারুণ। তবে ২০২৩ সালে এই ওয়ানডে ফরম্যাটটাই ভালো কাটেনি টাইগারদের।

পরিসংখ্যানে দেখা গেছে গত বছর ৩২টি একদিনের খেলায় অংশ নিয়ে ১১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সে তুলনায় টি-টোয়েন্টিতে ভাল করছে টিম বাংলাদেশ। গত বছর ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০টি জয় ছিল।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।