বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলা উপজেলাধীন দারুল উূলম আশরাফিয়া মাদ্রাসায় ২৮ জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ২টার দিকে দোয়া মোনাজাত ও উক্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে ৫০ পিচ পবিত্র কোরআন শরিফ বিতরণ করেন বরিশাল জেলা বিএনপির সম্মানিত সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য , জাতীয়তাবাদি আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ।
পরবর্তীতে উপজেলার নরসিংহপুর এলাকার আরও একটি মসজিদ পরিদর্শন কালে মসজিদে মুসুল্লিদের শীতে কস্ট হওয়ার কারনে ফ্লোরে কার্পেট দেওয়ার কথা জানান এবং মসজিদের চারপাশের আস্তর ও ফ্লোর করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এ বি এম ফারুক খান ভাই, ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লুৎফুল্লা সাহেব, বরিশাল উত্তর জেলার মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মোঃ আবুল বাসার বাঘা, মোঃ মাকসুদুর রহমান , ওলামাদল (মহেন্দীগঞ্জ) , মোঃ রফিকুল ইসলাশ, বি এন পি (মহেন্দীগঞ্জ) মো: নায়েব নাজমুল হক সাবেক সভপতি যুবদল হিজলা, মো: বারেক মাঝি সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল হিজলা, মো: আলতাফ হোসেন সাবেক যুগ্ন আহবায়ক যুবদল হিজলা ও বর্তমান কৃষক দল যুগ্ন আহবায় বরিশাল জেলা উত্তর, মো: শাহে আলম প্যাদা সাবেক সভাপতি বড়জালিয়া ইউনিয়ন যুবদল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :