মানহানির মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।


Dailybulletin প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ /
মানহানির মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানির মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। আজ গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এই খালাস প্রদানের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।
সেই মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিচারক।